যদি কেউ পশু কিনে থাকেন কিন্তু কোরবানি করার কোন সুযোগ বা পরিবেশ পাচ্ছেন না অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনভাবেই তিনি পশু কোরবানি করতে পারছেন না তাহলে তিনি সেই পশুটি কোন অভাবী মানুষকে তিনি সাদাকা দিয়ে দিবেন। অথবা আরেকটি মাসাআলা হল পশু কিনার সমপরিমান অর্থ তিনি সাদাকা দিয়ে দিবেন।