খুবই কমন একটি প্রশ্ন। এ ব্যপারে ভিন্ন মত রয়েছে। অনেক আলেম বলেছেন, কোরবানি এবং আকিকা দুটি পৃথক ইবাদাত। অনেক দিক থেকে মিল থাকলেও ভিন্নতা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেন যে, হযরত মুহাম্মদ (সঃ) কোরবানির ক্ষেত্রে এক পশুতে সাত ব্যক্তির কথা বলেছেন। আকিকার বিষয়ে তিনি এমন কোন কথা বলেননি। যার কারণে আকিকাকে কোরবানির মধ্যে ইনক্লুড করা জায়েয হবে না। তবে অনেকে ঈদের দিনে আকিকা দিয়ে থাকেন। এটাও সুন্নাহ বিরোধী হবে। কারণ যদি কারো সামর্থ্য থাকে তিনি ৭তম দিনে অথবা ১৪তম দিনে অথবা ২১তম দিনে আকিকা দিবেন। কোরবানি পর্যন্ত আকিকাকে দেরি করা উচিত নয়। আবার অনেক ওলামায়ে একেরামের মতে কোরবানি এবং আকিকা একই পশুতে দেওয়া যাবে। তবে এ ব্যাপারে সরাসরি কোন হাদিস আমার জানা নেই। তবে এটা ওলামায়ে একেরাম কিয়াসের মাধ্যমে প্রমাণ করে থাকেন। এটাও একটি ইস্তিহাদ।